বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ১১:১০ এএম

সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

ছবি- সংগৃহীত

বর্ষা মৌসুমে বাংলাদেশে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি একটি স্বাভাবিক ঘটনা। তবে, আকস্মিক ঝড়ের পূর্বাভাস জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ও নৌ চলাচলে বড় প্রভাব ফেলে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস নাগরিকদের সুরক্ষা ও প্রস্তুতিতে সহায়তা করে। আজ, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কার কথা জানানো হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্য জরুরি সতর্কবার্তা।

আজ সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার (৩০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।