শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

কেসিসির ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:০১ পিএম

কেসিসির ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি - সংগৃহীত

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই বাজেট পেশ করেন কেসিসি প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। একইসঙ্গে ২০২৪-২০২৫ অর্থবছরের ৬১৮ কোটি ২৫ লাখ সাত হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকা। এছাড়া, সরকারি বরাদ্দ ১৩০ কোটি ২৮ লাখ টাকা এবং বিশেষ প্রকল্পে ১৩৩ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ায় গত অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ কিছুটা কমেছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনাকে প্রতিফলিত করে। তিনি বলেন, “খুলনাকে একটি শান্তি ও স্বস্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” নতুন কোনো কর আরোপ না করে বকেয়া পৌরকর আদায় এবং নিজস্ব আয় বাড়ানোর ওপর বাজেটে জোর দেওয়া হয়েছে।

বাজেটের প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে প্রশাসক বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। এতে নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনাও বাজেটে রাখা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মী ও নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কেসিসি প্রশাসক সেসব প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান। এর মধ্যে ছিল নগর পরিবহনের জন্য বাস চালু, ইজিবাইকের নম্বর প্লেট প্রদান, ময়লাপোতা মোড় সংকুচিত করা, কাঁচাবাজার স্থানান্তর এবং মশা নিধনের ওষুধ কেনায় দুর্নীতির অভিযোগ।