আগস্ট ৩০, ২০২৫, ১১:৪৫ এএম
ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় দলটির একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় গণ অধিকার পরিষদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলা শহরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাইলট স্কুল থেকে শুরু হয়ে ব্রিজের কাছে পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু এবং অন্যান্য নেতাকর্মীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মোটরসাইকেলে এসে হামলা চালায়। হামলায় গণ অধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান এবং উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ মোট পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাব্বি হাসানকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান নিশ্চিত করেছেন, গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জড়িত সন্দেহে শাহজাহান নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে।