রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

শুধু দারোয়ান বদলাতে নয় নতুন সংবিধানের জন্য নির্বাচন: হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০২ পিএম

শুধু দারোয়ান বদলাতে নয় নতুন সংবিধানের জন্য নির্বাচন: হাসনাত আব্দুল্লাহ

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব?' তিনি মন্তব্য করেন যে, শুধুমাত্র পাহারাদার পরিবর্তন করে গত ৫০ বছরে টেন্ডারবাজি বা ভোট ডাকাতি বন্ধ করা যায়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার তুলাগাঁও গ্রামে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "নির্বাচনের আগে ভাঙা ঘর ঠিক করতে হবে। শুধু পাহারাদার বদলালেই হবে না, দরজা-জানালাও বদলাতে হবে। এজন্য মুখের কথায় বিশ্বাস করি না, আমাদের একটি নতুন সংবিধান চাই।"

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। প্রয়োজনে আগামীকালই নির্বাচন করা হোক, তবে তার আগে লিখিতভাবে এমন একটি নতুন সংবিধান দিতে হবে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে। আমরা তা বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনাদের বসানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর। তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।"

তিনি আরও বলেন, "আপনি ঘোষণা দিন যে খেলার নিয়ম বদলেছে। এর একটি আইনগত ভিত্তি দিন। এরপর আগামী মাসেই নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে দিতে হবে।"

তিনি ভোটের আগে টাকা দিয়ে ভোট কেনার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের এখন প্রতিজ্ঞা করতে হবে যে, তারা আর বিক্রি হবে না।