বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ

মোঃ মোমিনুল ইসলাম

জুলাই ২২, ২০২৫, ০৭:১৫ পিএম

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।

বিকেল ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন। তারা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়, ফলে বোর্ড ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

এর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করেন এবং সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ৯ দফা দাবি জানানো হয়, যার মধ্যে অন্যতম ছিল শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও সংশ্লিষ্টদের অপসারণ।

আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী বাদশা আল কাওসার সাংবাদিকদের জানান, “একটি মর্মান্তিক ঘটনার পরও শিক্ষা কর্তৃপক্ষ কোনো মানবিকতা দেখায়নি। পরীক্ষা বন্ধ না করে তারা যে আচরণ করেছে তা অমানবিক ও অগ্রহণযোগ্য। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, দায়ীদের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। তবে আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরেননি এবং জানান, দাবি আদায় না হলে বুধবার থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ড এলাকা ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল ৫টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।