বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ১০:৪৯ পিএম

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শোকাবহ পরিবেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত সবাই নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশের অংশ হিসেবে সব ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।

মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এটি প্রমাণ করে যে, এই দুর্ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে এবং তারা সম্মিলিতভাবে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করতে চেয়েছেন।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশ্রাফ উদ্দিন খানের ইমামতিতে ধর্মতত্ত্ব অনুষদের ডিন ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি নাছির উদ্দিন মিঝি, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন। এই উপস্থিতি দলমত নির্বিশেষে সকলের মধ্যে মানবিক সংহতির ইঙ্গিত দেয়।