জুলাই ২২, ২০২৫, ০৮:৪৬ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা দিতে আজ রাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, "এই হাসপাতালের (জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি এমওইউ (সমঝোতা স্মারক) আছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদের কেস রিপোর্ট পাঠানো হয়েছে। তাদের একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্স আজ রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি, তাঁরা আগামীকাল থেকেই এই (চিকিৎসক) টিমে জয়েন করতে পারবেন।"
আপনার মতামত লিখুন: