জুলাই ২২, ২০২৫, ০৮:৫৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে সফরকারীরা। শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবের ত্রিমুখী বোলিং আক্রমণে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ম্যাচ জিততে হলে বাকি ৮৪ বল থেকে তাদের আরও ১১৭ রান করতে হবে।
বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন এলেও, নতুন বলে লিটন দাস আবারও শেখ মেহেদি হাসানের ওপর আস্থা রাখেন। ইনিংসের প্রথম ওভার করতে এসে দুর্দান্ত লাইন-লেংথে বোলিং করেন মেহেদি। তার ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ; ওভারের শেষ বলে রান আউটের শিকার হন সায়িম আইয়ুব।
এক প্রান্তে স্পিন দিয়ে শুরু করলেও, লিটন অন্য প্রান্তে পেস আক্রমণে যান। নতুন বল তুলে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামের হাতে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দেন শরিফুল। লেগ বিফোরের শিকার হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। এর কিছুক্ষণ পরই অভিজ্ঞ ওপেনার ফখর জামানকে লিটনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন শরিফুল। সাজঘরে ফেরার আগে ৮ বলে মাত্র ৮ রান করেন ফখর।
ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আক্রমণে এসেই তিনি উইকেট পার্টিতে যোগ দেন। তৃতীয় বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন সাকিব, অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া সেই বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন হাসান নাওয়াজ। পরের বলেই (গোল্ডেন ডাক) ফিরেছেন মোহাম্মদ নাওয়াজও।
১৫ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছে পাকিস্তান। এমন ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে, বাংলাদেশের বোলাররা দারুণ ছন্দে থাকায় এবং রান খুব বেশি না থাকায় সিরিজ জয়ের খুব কাছাকাছি চলে এসেছে টাইগাররা। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানের ব্যাটিংয়ের ওপর চাপ আরও বাড়বে, কারণ তাদের হাতে ওভার আছে, কিন্তু উইকেট নেই।
আপনার মতামত লিখুন: