জুলাই ২২, ২০২৫, ০৫:৫২ পিএম
প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের দুয়ারে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে লিটন দাসের দল।
পাকিস্তানের পরিস্থিতিটা পুরোপুরি উল্টো। প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের দুয়ারে আছে সফরকারীরা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ম্যাচ জেতা ছাড়া উপায় নেই তাদের।
এই বাঁচা মরার লড়াইয়ে টস জিতেছেন পাক অধিনায়ক সালমান আলী আগা। প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ভরাডুবিতে পড়তে হয়েছিল তার দলকে। সে ভাবনা মাথায় রেখে এবার টস জিতে তিনি বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
সালমান আলী আগা বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। রান তাড়া করে জিততে চাই। এটা করতেই আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। কেমন উইকেটে খেলছি তা খুব বড় একটা বিষয় নয়, বোলার হিসেবে আমাদের ভালো জায়গায় নিয়মিত বল ফেলতে হবে। আমরা এটাই করতে চাই আজ।’
এদিকে লিটন জানালেন, ‘অবশ্যই আমরা জেতার চেষ্টা করব। মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করব। আমরা আগে ব্যাট করছি, তাতে কোনো সমস্যা নেই। দেখা যাক কত রান বোর্ডে যোগ করতে পারি।
আপনার মতামত লিখুন: