সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৫২ এএম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ (২ সেপ্টেম্বর)। এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন মূল্য সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী নির্ধারিত হবে।
গত কয়েক মাস ধরে দেশে এলপি গ্যাসের দাম কমার প্রবণতা দেখা গেছে। সর্বশেষ গত ৩ আগস্ট ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছিল, যার ফলে নতুন দাম দাঁড়ায় ১ হাজার ২৭৩ টাকা। গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত জুলাই ও জুনেও গ্যাসের দাম কমানো হয়। গত ২ জুলাই ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা এবং গত জুনে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
টানা তিন মাস দাম কমার পর এবার গ্যাসের দামের গতিবিধি কোন দিকে যায়, সেদিকেই নজর রাখছে ভোক্তারা। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে আগামী এক মাসের জন্য গ্যাসের নতুন মূল্য নির্ধারিত হবে।