মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ভোটের পরিবেশ ভালো, বললেন জিএস প্রার্থী হামিম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪০ এএম

ডাকসু নির্বাচন: ভোটের পরিবেশ ভালো, বললেন জিএস প্রার্থী হামিম

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন যে, এবারের নির্বাচনে ভোটের পরিবেশ খুবই ভালো। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হামিম বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিছুটা কষ্ট হলেও তারা জাতীয় ও রাষ্ট্রের স্বার্থে সেই কষ্ট মেনে নিচ্ছেন। তিনি আরও জানান, কিছু বিচ্ছিন্ন অভিযোগ উঠলেও তিনি নিজে এখনো সেগুলো প্রত্যক্ষ করেননি।

তবে ভোটার তালিকা বিতরণে কিছু সমস্যার কথা তুলে ধরেছেন হামিম। তার অভিযোগ, আগে থেকে কোনো নিয়ম না থাকা সত্ত্বেও কিছু শিক্ষক হঠাৎ করে ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ দিতে বাধা দিচ্ছেন। তিনি বলেন, এই একটি সমস্যা ছাড়া নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জিএস পদে লড়ছেন ১৯ জন প্রার্থী।