মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৮ এএম

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর পরই ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদিক কায়েম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে কোনো প্রকার ডেস্ক না বসানো এবং ১০০ মিটারের মধ্যে কোনো স্লিপ না দেওয়ার নির্দেশনা দিয়েছিল।

কিন্তু সকাল থেকেই তারা দেখতে পেয়েছেন যে ছাত্রদল একটি ডেস্ক বসিয়েছে এবং ১০০ মিটারের মধ্যে ভোটারদের কাছে গিয়ে স্লিপ বিতরণ করছে।

সাদিক কায়েম বৃহত্তর স্বার্থে সকল ছাত্রসংগঠনকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন।

যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন বাড়তি সুবিধা দেয় বা আচরণবিধি লঙ্ঘন চলতে থাকে, তাহলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি শিক্ষার্থী বনাম ছাত্রসংগঠনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হোক, তা চান না।