মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ভুয়া বুথ: ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:২৩ এএম

ডাকসু নির্বাচনে ভুয়া বুথ: ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে এই অভিযোগ করেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মুসাদ্দিক বলেন, ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য ও লিফলেট বিতরণ করছে। তিনি অভিযোগ করেন যে, ভোটারদের তথ্যের নামে তারা প্রার্থীদের নাম ব্যবহার করছে, যা নির্বাচনী নিয়মবহির্ভূত। মুসাদ্দিক এই ঘটনাকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা বলে উল্লেখ করেন এবং নির্বাচন কমিশনারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটি প্রমাণ করবে যে নির্বাচন কমিশন ছাত্রদলকে সমর্থন করছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেন, "আমরা ১০০ ফুটের বাইরে ডেস্ক বসিয়েছি।"