মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ভোটটা উদযাপন করতে চাই‍‍`-ভিপিপ্রার্থী আবিদুল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:২৯ এএম

ভোটটা উদযাপন করতে চাই‍‍`-ভিপিপ্রার্থী আবিদুল

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, তিনি ভোটটা উদযাপন করতে চান, কোনো ধরনের অভিযোগ করতে চান না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কার্জন হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকে পড়ার অভিযোগের বিষয়ে আবিদুল জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করেছেন।

আবিদুল অভিযোগ করে বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ডের ব্যবস্থা করেনি। এ কারণে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শিক্ষার্থীদের উদ্দেশে আবিদুল ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় আমরা ভোটাধিকার হরণের বিরুদ্ধে লড়াই করেছি। আজকের এই নির্বাচন গণতন্ত্রের একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা ঘরে বসে থাকবেন না। সবাই ভোটকেন্দ্রে আসুন।"

নিজের ভোট দেওয়া প্রসঙ্গে আবিদুল জানান, তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোট দিতে এসেছেন, তবে এখনো ভেতরে প্রবেশ করেননি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা যেন তাদের বিবেক ব্যবহার করে যোগ্য নেতৃত্বকে বেছে নেয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।