সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৪৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি 'বিবেচনা' করার অনুরোধ জানিয়েছেন। তিনি তার সততা ও পরিশ্রমের কথা তুলে ধরেছেন এবং 'সর্বোপরি, আল্লাহ সহায়' বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে আব্দুল কাদের তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, "আল্লাহ জানে, আমার নিয়ত সৎ ছিল, সৎ আছে এবং সৎ থাকবে।
আমি পরিশ্রম করেছি, নিজের থেকে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রতিটা ভাই-বোন জানে। তারা বিষয়টা বিবেচনায় নিবেন। সর্বোপরি, আল্লাহ সহায়..."
এই স্ট্যাটাসে তিনি ভোটের আগে শিক্ষার্থীদের মন জয় করার জন্য নিজের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন আশা করছে, কোনো রকম বিঘ্ন ছাড়াই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোট গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে এবং প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।