সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:৫৭ এএম
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর আগে সকাল পৌনে ৯টা থেকে বিপুল নিরাপত্তার মধ্যে ব্যালট বক্সগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। ব্যালট বক্সগুলো কেন্দ্রে নিয়ে আসার পর গণমাধ্যম কর্মীদের সামনে সেগুলো খুলে দেখানো হয়।
নির্বাচনের তথ্য
নির্বাচন তফসিল অনুযায়ী, ২১টি আবাসিক হলে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৮১৭ জন।
জাকসুর ওয়েবসাইট থেকে জানা যায়, নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ২৫টি পদের বিপরীতে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, একজন স্বতন্ত্র জিএস প্রার্থী নাম প্রত্যাহার করায় বর্তমানে জিএস পদে প্রতিদ্বন্দ্বী ৮ জন।
-
ভিপি পদে: ১০ জন
-
জিএস পদে: ৮ জন
-
নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে: ৬ জন
-
পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে: ১০ জন
বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হলে মোট ৩১৫টি পদে ৪৬৭ জন প্রার্থী লড়ছেন। প্রতিটি হলে ১৫টি করে পদে নির্বাচন হবে।
ভোট কেন্দ্র ও নিরাপত্তা
ভোটগ্রহণের জন্য ২১টি ভোটকেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা মোতায়েন করা হয়েছে।