মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

শাকিবের তিন পর্বের সিনেমা মুক্তি পাবে একসঙ্গে!

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৯:৪৫ এএম

শাকিবের তিন পর্বের সিনেমা মুক্তি পাবে একসঙ্গে!

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন নতুন ধারা এবং পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণের চেষ্টা চলছে। এর মধ্যে দেশের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই তার ক্যারিয়ারে নতুনত্ব আনার জন্য পরিচিত। এবার তিনি এমন একটি প্রকল্পে যুক্ত হতে যাচ্ছেন, যা ঢালিউড তো বটেই, বিশ্ব চলচ্চিত্রেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তার নতুন এই সিনেমাটি তিনটি ভাগে একসঙ্গে মুক্তি পাবে বলে জানা গেছে।

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত একটি সিনেমা একসঙ্গে তিনটি সিক্যুয়েলে মুক্তি পেতে যাচ্ছে। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি বিরল ঘটনা। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় এ খবর নিশ্চিত করেছেন।

নির্মাতা হৃদয় গণমাধ্যমকে জানান, শাকিব খানকে নিয়ে তিনি একটি বড় ক্যানভাসের সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এটি তিনটি পর্বে নির্মিত হবে এবং প্রতিটি পর্বের শুটিং একবারে টানা শেষ করা হবে। সবচেয়ে বড় চমক হলো, এই তিন পর্ব একসঙ্গে মুক্তি পাবে, সম্ভবত আসছে যেকোনো ঈদ উৎসবে।

হৃদয় বলেন, “শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। যেহেতু এটি বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে, তাই প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সময় লাগবে। তারপরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।”

তিনি আরও বলেন, “নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি। এটি আমরা একসঙ্গেই মুক্তি দেবো।”

নির্মাতা জানান, নতুন সিনেমার গল্পটি শাকিব খানের বেশ পছন্দ হয়েছে। এর আগে শাকিব খান তার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারে ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামীতে বড় কিছু আসছে। সেই বড় কিছুটিই হতে যাচ্ছে এই তিন পর্বের সিনেমা।