মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ০১:২৪ পিএম

মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত দুই লক্ষ ত্রিশ হাজারের বেশি পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২১ জুলাই) এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গাবার্ড এ তথ্য জানিয়েছেন বলে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে খবর দিয়েছে।

তুলসি গাবার্ড তার এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, "প্রকাশিত নথিগুলোর মধ্যে কিং হত্যাকাণ্ড নিয়ে এফবিআই-এর তদন্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে।" এই নথিগুলো যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় (ডিওজে), ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ন্যাশনাল আর্কাইভস যৌথভাবে প্রকাশ করেছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এই নথিগুলো প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের ওই আদেশে মার্টিন লুথার কিং জুনিয়র, সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি এবং সিনেটর রবার্ট এফ. কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা ছিল।

১৯৬৮ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে লোরেইন মোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয় মার্টিন লুথার কিং জুনিয়রকে। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৯ বছর। এই হত্যাকাণ্ডের জন্য জেমস আর্ল রে দোষ স্বীকার করে ৯৯ বছরের কারাদণ্ড ভোগ করেন। তবে, দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে এই হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব জনমনে থেকে গিয়েছিল।

তুলসি গাবার্ড এক বিবৃতিতে বলেন, "প্রায় ৬০ বছর ধরে মার্কিন জনগণ এই তদন্তের পূর্ণাঙ্গ চিত্র দেখার জন্য অপেক্ষা করেছে।" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এই ঐতিহাসিক ও দুঃখজনক ঘটনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি। কিং পরিবারের সমর্থনের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।"

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি মন্তব্য করেছেন, "দেশের মহান নেতাদের একজনের হত্যাকাণ্ডের কয়েক দশক পরও জনগণ উত্তর পাওয়ার অধিকার রাখে।" সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, নথিগুলো প্রকাশের মাধ্যমে "মার্কিন জনগণের কাছে সর্বাধিক স্বচ্ছতা প্রদানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"