বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের ‘হালাল এআই’ উন্মোচন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৩৬ এএম

আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের ‘হালাল এআই’ উন্মোচন

ছবি - সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে নতুন এক মাইলফলক স্থাপন করল সৌদি আরব। দেশটির স্টার্টআপ প্রতিষ্ঠান ‘হুমাইন আইকিউ’ তৈরি করেছে আরব বিশ্বের প্রথম এআই চ্যাটবট, যার নাম 'হিউমাইন চ্যাট'। এটিকে বিশ্বের প্রথম ‘হালাল এআই’ হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে। এই চ্যাটবটটি আরবি ও ইংরেজি উভয় ভাষায় কাজ করতে সক্ষম এবং এটি আরবির বিভিন্ন উপভাষায়ও উত্তর দিতে পারে।

এই নতুন এআই চ্যাটবটটি স্থানীয় ডেটাসেটের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত হওয়ায় এটি ইসলামিক মূল্যবোধ, সংস্কৃতি এবং ভাষা সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেছেন, "আমাদের লক্ষ্য হলো এমন একটি এআই তৈরি করা, যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করবে।"

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগটি আন্তর্জাতিক এআই অঙ্গনে সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। একই সাথে এটি প্রযুক্তিকে স্থানীয় সংস্কৃতির সাথে সমন্বিত করার একটি অনন্য উদাহরণ হতে পারে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে আরও অনেক দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে এআই প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত হবে বলে ধারণা করা হচ্ছে।