বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

গাজায় যুদ্ধ শুরুর পর ২১ হাজার শিশু প্রতিবন্ধী হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:১৯ পিএম

গাজায় যুদ্ধ শুরুর পর ২১ হাজার শিশু প্রতিবন্ধী হয়েছে

ছবি - সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার কমপক্ষে ২১ হাজার শিশু প্রতিবন্ধী হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কমিটি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই বছরে প্রায় ৪০ হাজার ৫০০ শিশু ‘নতুন যুদ্ধ-সম্পর্কিত আঘাতের’ শিকার হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে। ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করে কমিটি আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে স্থানীয়দের সরে যাওয়ার যে আদেশ দেওয়া হয়, তা প্রায়শই শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছায়নি। এর ফলে এসব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, "প্রতিবন্ধী ব্যক্তিদের অনিরাপদ এবং অসম্মানজনক পরিস্থিতিতে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে, এর মধ্যে রয়েছে চলাচলের সহায়তা ছাড়াই বালি বা কাদার মধ্য দিয়ে হামাগুড়ি দেওয়া।" কমিটির মতে, গাজা উপত্যকায় মানবিক সহায়তা আনার ওপর আরোপিত বিধিনিষেধ প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, “প্রতিবন্ধী ব্যক্তিরা সহায়তা গ্রহণে গুরুতর বাধার সম্মুখীন হচ্ছেন। অনেকেই খাদ্য, বিশুদ্ধ জল বা স্যানিটেশন ছাড়াই বেঁচে থাকার জন্য অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।”