মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ শহীদ মিনারে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১২:৫০ পিএম

প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ শহীদ মিনারে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ছবি - সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

তিন দফা দাবিগুলো হলো: সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্য পদে শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

শামছুদ্দীন মাসুদ আরও বলেন, যদি আজকের এই মহাসমাবেশ থেকে তাদের দাবি পূরণ না হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।