আগস্ট ১২, ২০২৫, ১০:৪৩ এএম
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভিডিও করার সময় গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় একদল সশস্ত্র হামলাকারী তুহিনকে তাড়া করে কুপিয়ে হত্যা করে।
সিপিজের আঞ্চলিক পরিচালক বেহ লিহ ই বলেন, "আমরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা জানাচ্ছি, যিনি পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। কর্তৃপক্ষকে অবশ্যই এই নির্মম হামলার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।"
স্থানীয় গণমাধ্যম জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, যে ঘটনার ভিডিও ধারণ করছিলেন তুহিন, সেটিতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এক নারীকে ঘিরে ঝগড়ার পর এক ব্যক্তিকে মারধরের চেষ্টা করছিল। পুলিশ ধারণা করছে, এই ভিডিও ধারণের কারণেই তুহিনকে টার্গেট করা হয়। হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলতে বললেও তিনি অস্বীকৃতি জানান এবং নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা তাকে তাড়া করে নিকটবর্তী এক চায়ের দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ পাঁচজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে পুলিশের মুখপাত্র এনামুল হক সাগর সিপিজের ইমেইল অনুরোধের কোনো জবাব দেননি।
গত এক বছরে বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা, হুমকি ও গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত দেশে পেশাগত দায়িত্ব পালনের সময় ২৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।