রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

দেশজুড়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি: ১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশু পাবে বিনামূল্যে টিকা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০১:০৯ পিএম

দেশজুড়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি: ১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশু পাবে বিনামূল্যে টিকা

ছবি- সংগৃহীত

স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে সরকার দেশজুড়ে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু দাপ্তরিক কাজ এবং পূজার ছুটির কারণে এই তারিখ পিছিয়ে আগামী ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এই টিকাদান কর্মসূচির জন্য নিবন্ধন ১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং টিকাদান শুরুর আগ পর্যন্ত তা চলবে। আগ্রহী অভিভাবকরা https://vaxepi.gov.bd/registration/tcv এই লিংকে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ নম্বর দিয়ে শিশুর নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন শেষে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, যা টিকা গ্রহণের সময় আবশ্যক।

ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান টিবিএসকে জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় চলবে। এরপরের ৮ দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে। তিনি বলেন, “এটি একটি নিরাপদ ভ্যাকসিন এবং অভিভাবকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেকোনো ওষুধের মতোই এর সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তবে তা গুরুতর নয়।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্যমতে, টাইফয়েড একটি স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সংক্রমণ, যা দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

ডা. নিজাম উদ্দিন আহমেদ, যিনি গ্যাভি সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ার, বলেছেন, “টাইফয়েড ভ্যাকসিন শতভাগ নিরাপদ এবং পৃথিবীর অনেক দেশেই এর ব্যবহার সফল প্রমাণিত হয়েছে। এটি আগে বেসরকারিভাবে বিক্রি হলেও এখন সরকার বিনামূল্যে দিচ্ছে।”

সরকার গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় এই টিকা সংগ্রহ করেছে। এক ডোজের এই ইনজেকটেবল টিকাটি শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ডব্লিউএইচও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) নামক এই টিকাকে শিশুদের জন্য নিরাপদ এবং দীর্ঘমেয়াদি সুরক্ষাদায়ী হিসেবে অগ্রাধিকার দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই টিকাদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। এটি শুধু টাইফয়েড নয়, বরং সামগ্রিক জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।