মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১১:১১ এএম

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

ছবি - সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। গত শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নুরের আহত হওয়ার পর বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ আজ (শনিবার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছেন। কর্তব্যরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানিয়েছেন, সকাল ৮টা থেকে তারা এখানে আছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। রমনা থানা ছাড়াও রাজারবাগ পুলিশ লাইন থেকেও অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। তবে কার্যালয়ে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।