বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

আগস্টে সড়ক দুর্ঘটনার মূল কারণ, জানাল যাত্রী কল্যাণ সমিতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:৩০ পিএম

আগস্টে সড়ক দুর্ঘটনার মূল কারণ, জানাল যাত্রী কল্যাণ সমিতি

ছবি - সংগৃহীত

গত আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধির পেছনে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কে তৈরি হওয়া ছোট-বড় গর্তকে দায়ী করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। বেহাল সড়কের পাশাপাশি আরও কিছু কারণ এই দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণগুলো হলো: বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কে সৃষ্ট গর্ত; মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, নসিমন-করিমন-এর মতো ছোট যানের অবাধ চলাচল; সড়ক ও মহাসড়কে প্রয়োজনীয় রোড সাইন, রোড মার্কিং বা সড়কবাতির অভাব; সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা; এবং যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৬১ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং ১ হাজার ২৩২ জন আহত হয়েছেন। এই সময়ে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৫.০৫ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৩২টি দুর্ঘটনায় ১২৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম, ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এই প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।