সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:১৭ পিএম
আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যে দেশের ছয়টি জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।