মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৭:২২ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক

ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই পূর্বনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এনসিপির প্রতিনিধিদল বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে যমুনার ভেতরে প্রবেশ করে।

চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এর আগে একই স্থানে বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবনের বাইরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে, যেখানে বৈঠকের বিস্তারিত জানানো হতে পারে।