রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলার নিন্দা, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ খেলাফত মজলিসের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১২:২০ পিএম

নুরের ওপর হামলার নিন্দা, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ খেলাফত মজলিসের

ছবি - সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভিপি নুরের ওপর এই হামলা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং একটি ভয়াবহ অশনির সংকেত।

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো ধরনের অন্যায়-অত্যাচার সহ্য করবে না। তাঁরা আহত নুরুল হক নুরসহ সব নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস, ষড়যন্ত্র ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, দেশের মানুষ গভীর উদ্বেগের সঙ্গে দেখছে যে জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী ফ্যাসিবাদ আবারও ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। জনমনে এই ধারণা দৃঢ় হচ্ছে যে এই নীলনকশার পেছনে কারো কারো ইন্ধন ও প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। খেলাফত মজলিস স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের দুঃসাহসী চক্রান্তের পরিণতি ভয়াবহ হবে এবং জনগণের বিক্ষোভের মুখে এর দায় এড়ানো কারও পক্ষে সম্ভব হবে না।