মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১২:৪৭ পিএম

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

ছবি- সংগৃহীত

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা মন্তব্য করেছেন যে, নিয়ম পরিবর্তন করা হলে তাদের আগামী নির্বাচনে কোনো আপত্তি থাকবে না। এই বার্তাটি দেশের সারাদেশে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে হয়েছে, সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে এর জন্য একটি নতুন সংবিধান দরকার।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, “হাসিনার সময় মানুষ ভোট দিতে পারেনি। যারা ভোট দিতে পেরেছে, তারা পুরো বইই সিল মারতে পেরেছে। আবার অনেক মরা মানুষও কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “ওসি ভোট কাটার ব্যবস্থা করেছে আর ইউএনও সেই ভোটের ফলাফল ঘোষণা করেছে। এমন নির্বাচন আর আমরা চাই না।”

তিনি একটি উপমা ব্যবহার করে বলেন, “বাড়ি-ঘরে চুরি হলে শুধু দারোয়ান পরিবর্তন করে লাভ হবে না। বাড়ি ঘরের ভাঙা দরজা-জানালাও পরিবর্তন করতে হবে। আমাদের দেশের দরজা-জানালা ভাঙা, পাঁচ বছর পরপর দারোয়ান আনছি। কিন্তু ধান্দাবাজি-চাঁদাবাজি ঠেকানো যায়নি। তাই আগে বাড়ির ঘরের দরজা-জানালা ঠিক করতে হবে।”

ওই সভায় এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার প্রধান আহ্বায়ক জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এম এস সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ।