মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৬:২৩ পিএম

ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা

ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রায়শই দেখা যায়। সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ ফেসবুকে পোস্ট দিয়ে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এই পদত্যাগ একটি রাজনৈতিক দলে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টা ৮ মিনিটে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি এই সিদ্ধান্ত জানান। তার অভিযোগ, কমিটি গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুসরণ করা হয়নি।

এ ইউ মাসুদ তার পোস্টে অভিযোগ করেন যে, কমিটি ঘোষণার ক্ষেত্রে একজন ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, তাকে আগে থেকে এই পদে থাকার বিষয়ে অবগত করা হয়নি। তিনি দাবি করেন, তাকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু পরে তাকে যুগ্ম সমন্বয়কারীর পদ দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, "কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন কিংবা সম্পর্ক অনুঘটক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ওনারা (এনসিপি) পুরোনো ধাঁচেই রাজনীতি করে যাচ্ছেন।"

তবে এ ইউ মাসুদের অভিযোগের বিষয়ে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর এ ইউ মাসুদের বিষয়ে অভিযোগ আসতে থাকে যে, তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। সিফাত হোসাইন দাবি করেন, এই অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি, যার কারণে কমিটির বাকি সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। তিনি আর্থিক লেনদেনের অভিযোগও অস্বীকার করেন।