শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সিপিএলে ব্যর্থ সাকিব, দলের জয়ে নিষ্প্রভ পারফরম্যান্স

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৫৭ এএম

সিপিএলে ব্যর্থ সাকিব, দলের জয়ে নিষ্প্রভ পারফরম্যান্স

ছবি - সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের জয়ের দিনটি একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিশ্বের এক সময়ের সেরা এই অলরাউন্ডার ব্যাট ও বল উভয় বিভাগেই হতাশ করেছেন। তার পারফরম্যান্স দলের জয়ে কোনো প্রভাব ফেলেনি, বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে প্রথমে বোলিংয়ে আসেন সাকিব। ৩ ওভার বল করে তিনি কোনো উইকেট না নিয়েই ৩৩ রান খরচ করেন। তার বোলিংয়ে ছিল না আগের মতো ধার।

প্রতিপক্ষ ব্যাটসম্যান ব্র্যান্ডন কিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে তিনি ছিলেন অসহায়। তার খরুচে বোলিং দেখে অধিনায়ক ইমাদ ওয়াসিম তাকে কোটার ৪ ওভারও শেষ করাননি।

বোলিংয়ের পর ব্যাট হাতেও ব্যর্থ হন সাকিব। দলের চাপের মুখে পাঁচ নম্বরে নেমে তিনি মাত্র ১২ বল খেলেন এবং ১৫ রান করেন। তার ইনিংসে একটি করে চার ও ছক্কা ছিল। বড় শট খেলতে গিয়ে ইথান বশের বলে ডিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার এই ব্যর্থতা দলের মাঝপথে চাপে ফেলে দেয়।

এই ম্যাচে সাকিবের দল শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটে জয় তুলে নেয়। বার্বাডোজের ব্র্যান্ডন কিং একাই ৯৮ রান করে দলের স্কোর ১৮৭-তে নিয়ে যান।

তবে সাকিবের দলের হয়ে আন্দ্রিস গুস ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দলের জয়ে গুস নায়ক হলেও, ব্যাট ও বল হাতে ব্যর্থতার কারণে সাকিবের পারফরম্যান্সই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।