রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০৬:১১ পিএম

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তার অবসর নেওয়াটা ছিল দেশের ক্রিকেটে একটি বড় খবর। তবে আসন্ন এশিয়া কাপের প্রচারণামূলক ভিডিওতে তাকে দেখা যাওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি টুর্নামেন্টের গুরুত্ব এবং সাকিবের তারকাখ্যাতিকে আবারও সামনে এনেছে, যদিও তিনি খেলবেন না।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিলেও, আসন্ন ২০২৫ এশিয়া কাপের প্রচারণামূলক ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পাওয়া সনি লিভ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে, যেখানে সাকিবকে ‘সবচেয়ে বড় তারকা’ হিসেবে দেখানো হয়েছে।

 

এই বছরের এশিয়া কাপটি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। সাকিব অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা নেই। তবে প্রচারণামূলক ভিডিওটিতে তার উপস্থিতি সবাইকে অবাক করেছে।

সনি লিভের প্রকাশিত প্রোমোতে সাকিবের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ এবং আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানকেও দেখা গেছে। ভিডিওটিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র তুলে ধরা হয়েছে।

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি সূচি প্রকাশ করেছে। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে। বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।