রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
শিল্প উপদেষ্টা

বাংলাদেশ মুক্ত হলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:৪৬ পিএম

বাংলাদেশ মুক্ত হলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি

ছবি - সংগৃহীত

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি। তিনি বলেন, “যদি ভেবে থাকেন ফ্যাসিবাদী পরাজিত শক্তি আর ফিরে আসবে না, তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।” শনিবার নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, একঝাঁক তরুণের আত্মত্যাগের বিনিময়ে দেশে যে আলো জ্বলেছিল, দেশকে সেই আলোর পথে এগিয়ে নিতে হবে। তিনি কাঙ্ক্ষিত সংস্কার ও দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর জোর দেন। উপদেষ্টা আরও বলেন, “আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছর ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। এর প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা ও আয়না ঘরের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো। এমন পরিস্থিতিতে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।”

তিনি আরও জানান, জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে এবং সারাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “জুলাই যোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে।”

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে গণপূর্ত সচিব নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।