বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০১:০৬ পিএম

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

ছবি- সংগৃহীত

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী সাধারণত তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখেন। তবে সম্প্রতি মেখলা দাসগুপ্তের পডকাস্ট 'লেটস টক উইথ মেখলা'-তে এসে তিনি তার অতীত প্রেমের গল্প অকপটে প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানে তিনি প্রাক্তন প্রেমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান কীভাবে প্রতিটি সম্পর্ক তাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।

ইমন চক্রবর্তী বলেন, "প্রতিটি প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রেমের কারণে যখন কোনো নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম হয়েছি, তা হতে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা কৃতিত্ব তাদেরই দেব।" তিনি আরও বলেন, প্রতিটি সম্পর্কে যেমন ভালো-মন্দ থাকে, তেমনি দুটি মানুষের দম বন্ধ করে থাকার চেয়ে মুক্ত বাতাসে উড়ে বেড়ানো অনেক ভালো।

তার প্রাক্তন প্রেমিকরা সবাই সংগীত জগতের মানুষ ছিলেন। ইমন জানান, "তাদের প্রত্যেকের চিন্তাভাবনা ও জীবনদর্শন ছিল আলাদা। তাদের সঙ্গে থেকে আমি গানের ক্ষেত্রেও বিবর্তিত হয়েছি।" এই সম্পর্কগুলো তার সংগীত জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

 সবশেষে, ইমন তার প্রাক্তনদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে সুখে আছি। সবাই যেন সুস্থ ও ভালো থাকতে পারি, সেটাই চাই।" এই মন্তব্যের মাধ্যমে তিনি তার বর্তমান সুখী জীবনের পাশাপাশি প্রাক্তনদের প্রতিও তার ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটান।

উল্লেখ্য, ইমনের জীবনের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, যা বিভিন্ন কারণে ভেঙে যায়। বর্তমানে এই গায়িকা নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার করছেন।