জুলাই ২৪, ২০২৫, ০৫:৩৮ পিএম
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায়শই অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়ে মানুষের প্রাণহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঝড়-বৃষ্টি ও বজ্রপাত, তেমনই সড়ক ও রেলপথে অসতর্কতা বা দুর্ঘটনাজনিত কারণেও অনেকে প্রাণ হারান। এসব ঘটনা একদিকে যেমন ব্যক্তি ও পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনে, তেমনি সমাজের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আজ জয়পুরহাটে তিনটি পৃথক ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু সেই বাস্তবতারই এক করুণ চিত্র তুলে ধরেছে।
জয়পুরহাটে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনটি পৃথক ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছের নিচে চাপা পড়ে এক যুবক, বজ্রপাতে একজন কৃষিশ্রমিক এবং ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। জেলার পাঁচবিবি উপজেলার উচাই বাজার, ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া ফসলি মাঠ এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর রবিদাসপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন সজল মিয়া (৩৫)। তিনি পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে। এছাড়া বজ্রপাতে নিহত কৃষিশ্রমিক হলেন জসিম উদ্দিন (২৫), যিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যাম গ্রামের আনিজুল ইসলামের ছেলে। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে পাঁচবিবি উপজেলার উচাই বাজারের মোড়ে একটি টিনের ছাউনীর নিচে কয়েকজন আশ্রয় নেন। সেখানে থাকা একটি ভ্যানের ওপরে গিয়ে সজল মিয়া বসেন। সেসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের একটি বিশাল আমগাছ হঠাৎ করে ওই টিনের ছাউনীর ওপর ভেঙে পড়ে। অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও সজল মিয়া বের হতে পারেননি। তিনি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সকাল ৯টার দিকে কৃষিশ্রমিক জসিম উদ্দিন ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া ফসলি মাঠে সুজাউল ইসলামের জমিতে কৃষিকাজ করছিলেন। এই সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা অন্য কৃষিশ্রমিকরা নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তু জসিম বৃষ্টিতে ভিজেও কৃষিকাজ চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য কৃষিশ্রমিক ও স্থানীয় লোকজন ফসলি মাঠে এসে তার মরদেহ উদ্ধার করেন। ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, দুপুর দেড়টার দিকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর রবিদাসপাড়া নামক এলাকায় রেললাইনের ওপর একজন অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। ট্রেন আসতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত সরে যেতে বলেন। প্রথমে তিনি রেললাইন থেকে নেমে গিয়েছিলেন, কিন্তু ট্রেন একেবারে কাছাকাছি পৌঁছার ঠিক আগ মুহূর্তে আবার লাইনের ওপর ওঠেন। সেসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আপ 'রকেট মেইল' ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন: