রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

পাংশায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৪:১৯ পিএম

পাংশায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ছবি- সংগৃহীত

সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি প্রধান সমস্যা, যা প্রতিনিয়ত অসংখ্য পরিবারের জীবনে শোক বয়ে আনে। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো এবং সড়কের অব্যবস্থাপনা প্রায়শই এসব দুর্ঘটনার কারণ হয়। রাজবাড়ীর পাংশায় সম্প্রতি দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও দেশের সড়ক নিরাপত্তার নাজুক পরিস্থিতিকে সামনে এনেছে।

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কাশেম মহাজনের ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তিনি কাশেম মহাজনের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সাদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তার অবস্থার আরও অবনতি হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে সাদকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, “মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে। আইনগত বিষয় মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”