রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হত্যার ২১ ঘণ্টা পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৭:০৪ পিএম

হত্যার ২১ ঘণ্টা পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্ত, বিশেষ করে ফেনীর পরশুরাম সীমান্ত বরাবর বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নতুন নয়। এই ধরনের ঘটনাগুলো দুই দেশের সীমান্ত সম্পর্ককে প্রায়শই প্রশ্নবিদ্ধ করে তোলে। সম্প্রতি পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির নিহত হওয়ার পর দীর্ঘ ২১ ঘণ্টা পর লাশ ফেরত দেওয়ার ঘটনাটি আবারও এই বিতর্ককে উসকে দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।

পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ইয়াছিন লিটনের লাশ ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহম্মদ তার ছেলের লাশ গ্রহণ করেন।

 

ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে। উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে বাউন্ডারির কাছে যান লিটন, মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি করেন। গুলিতে আহত লিটনকে বিএসএফ ভারতে নিয়ে যায়। সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এদিকে, গুরুতর আহত মিল্লাত ও আফছারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আফছার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত (২০) এবং মনির আহমদের ছেলে মো. ইয়াছিন লিটন (৪৫)। গুলিতে আহত আফছার (৩০) তাদেরই প্রতিবেশী।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, “বিএসএফ লাশটি রাতে হস্তান্তর করেছে। পরে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”