আগস্ট ১৯, ২০২৫, ০৯:৪১ এএম
চুয়াডাঙ্গা সদরের কিরণগাছিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের ধাক্কায় তিন সন্তানের জননী মাছুরা খাতুন (৩০) নিহত হয়েছেন। এই ঘটনা দেশের সড়ক পথে ইজিবাইকের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।
সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মাছুরা খাতুন তার শিশু সন্তানকে নিয়ে পায়ে হেঁটে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি কালুপোল গ্রামে ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান এবং ইজিবাইকের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, "পেটের ওপর দিয়ে চাকা চলে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি, কিন্তু রাজশাহী যাওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।"
ঘটনার পরবর্তী অবস্থা দুর্ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি জব্দ করে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি দর্শনা থানাধীন এলাকায় ঘটেছে। তিনি বলেন, "ইজিবাইকের ধাক্কায় একজন নারীর মৃত্যুর খবর আমরা জেনেছি। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে। মামলা হবে কিনা তা দর্শনা থানা পুলিশকে জানানো হয়েছে। এরপরই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"