আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে দেখতে চাওয়ার তার পুরোনো একটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ছড়িয়ে পড়েছে।
সেই সময়ে তার এই মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর প্রকাশ্যে এর বিরোধিতা করেন। তবে ইমি সেই বিরোধিতার বিপরীতে নিজের অবস্থানে অটল ছিলেন।
বর্তমান ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ভিপি পদে লড়তে যাওয়া ইমি তার পুরোনো মন্তব্যের বিষয়ে বর্তমান অবস্থান পরিষ্কার করতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লেখেন, “১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”
বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট গণতান্ত্রিক ছাত্রজোট সোমবার (১৮ আগস্ট) বিকেলে তাদের আংশিক প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন ফরম নিয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন ফরম নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন নিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।