সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ১১:৩৪ পিএম

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

আলোচিত কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে ঢাকা থেকে আসা সিআইডির একটি দল গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান

সিআইডি জানিয়েছে, তৌহিদ আফ্রিদিকে একটি জুলাই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় পুলিশের স্থানীয় দল সিআইডিকে সহায়তা করেছে।

এর আগে গত ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামে একটি সংগঠন আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটি তাদের ফেসবুক পোস্টে দাবি করে, আফ্রিদি জুলাই আন্দোলনের সময় এবং ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।