বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

একাদশে ভর্তিতে শেষবার আবেদনের সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৪১ পিএম

একাদশে ভর্তিতে শেষবার আবেদনের সুযোগ

ছবি - সংগৃহীত

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যারা এখনো সুযোগ পায়নি, তাদের জন্য শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার চতুর্থ ধাপে এই আবেদন কার্যক্রম চলবে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। এটি দেশের শিক্ষা ব্যবস্থার ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

যারা আবেদন করতে পারবে:

  • যারা আগের তিন ধাপে আবেদন করেনি।

  • যারা আবেদন করেও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি।

  • যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নির্ধারিত সময়ে ভর্তি হতে বা নিশ্চায়ন করতে পারেনি।

নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরপর ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের কলেজে ভর্তি হতে হবে।

শিক্ষার্থীদেরকে নির্ধারিত ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) অনুসরণ করে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সুযোগটি অসংখ্য শিক্ষার্থীর জন্য একাদশ শ্রেণিতে ভর্তির পথ খুলে দেবে।