আগস্ট ৩১, ২০২৫, ০৯:১৩ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীদের টানা প্রায় সাড়ে চার ঘণ্টা রেলপথ অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
আজ রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে নিজেদের তিন দফা দাবি আদায়ের জন্য বাকৃবি শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলন চলাকালীন ঢাকাগামী 'হাওর এক্সপ্রেস' এবং ঢাকা থেকে ছেড়ে আসা 'মোহনগঞ্জ এক্সপ্রেস' ট্রেন আটকা পড়ে। পরে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের একাংশ মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিলেও অপর অংশের অবরোধের কারণে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
পরে বিকেল পৌনে ৪টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। কৃষি উপদেষ্টা বর্তমানে সিলেটে অবস্থান করছেন। তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী মঙ্গলবার তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেবেন। জেলা প্রশাসকের এই আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমাধারীদের ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা এবং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও নবম গ্রেডে পদোন্নতি পাওয়ার সুযোগের প্রতিবাদে তারা এই আন্দোলন করছেন। তাদের দাবি, দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করে বিএসসি ডিগ্রি অর্জন করার পরও যদি এমন বৈষম্য থাকে, তাহলে তাদের ডিগ্রির কোনো গুরুত্ব থাকে না। তারা বলছেন, তাদের যৌক্তিক দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এদিকে, অবরোধ প্রত্যাহারের পরপরই রাত ৮টার দিকে বাকৃবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাস ত্যাগ করেছেন।