বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ব্যালট বেশি দেওয়ায় জাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:২৮ এএম

ব্যালট বেশি দেওয়ায় জাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটগ্রহণের শুরুতেই অনিয়মের অভিযোগ এনেছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানো হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ১০ নম্বর ছাত্র হলে নিজের ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মাজহারুল ইসলাম এই গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের ছোট ছোট ত্রুটিগুলো এখন বড় আকারে প্রভাব ফেলছে। ব্যালট পেপারের ক্ষেত্রে আমরা দেখছি যে ভোটকেন্দ্রে ৫২২ জন ভোটার থাকলে সেখানে ৬০০টি ব্যালট দেওয়া হয়েছে। কোথাও ৩৯০ জন ভোটার থাকলে সেখানে ৪০০টি দেওয়া হয়েছে।"

মাজহারুল ইসলাম বলেন, তারা আগেই অতিরিক্ত ব্যালট না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলেন। কারণ, অতিরিক্ত ব্যালট স্বচ্ছতার ক্ষেত্রে অন্তরায় এবং কারচুপির শঙ্কা তৈরি করে। কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করে প্রতিটি হলেই অতিরিক্ত ব্যালট দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যা বা নির্দেশনা নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, "আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, নির্বাচন কমিশনার নির্বাচনের স্বচ্ছতার জন্য যে ভূমিকা রাখার কথা ছিল, এখনো তারা পর্যাপ্ত ভূমিকা রাখতে পারছে না। পোলিং এজেন্ট নিয়েও যে সংশয় দেখা দিয়েছে, আমরা আশা করছি, তারা দ্রুত তা দূর করবেন।" তিনি অতিরিক্ত ব্যালট পেপার রাখার এই বিষয়টিকে কারচুপির শঙ্কা উসকে দেওয়া হিসেবে আখ্যায়িত করেন।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আটটি প্যানেল অংশগ্রহণ করছে।

নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি এবং পাঁচ প্ল্যাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।