সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৪৯ এএম
দীর্ঘদিন পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন হলের ভোটকেন্দ্রে প্রার্থীরা তাদের ভোট প্রদান করছেন। এসময় তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। তিনি অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বাড়তি সুযোগ-সুবিধা দিচ্ছে। তিনি অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন।
একই কেন্দ্রে ভোট দেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। তিনি ছাত্রদলের প্রার্থীর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করে সাধারণ শিক্ষার্থীদের ওপর আস্থা রাখার কথা বলেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি অভিযোগ করেন যে, বহিরাগত সাবেক ছাত্রদল নেতারা নিয়ম ভঙ্গ করে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়াও, বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু এবং ফারহানা রহমান রিথী ভোট দেন। কামালউদ্দিন হলে ভোট প্রদান করেন ভিপি প্রার্থী রাইহান কবির। বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতুর আল বেরুনি হলে ভোট দেওয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্রদের সমর্থিত মোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ভোট গণনা শুরু হবে।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি ও পাঁচ প্ল্যাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।