বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৫৬ এএম

জাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে। বিভিন্ন ফটকে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ব্যানার ঝুলানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান নিশ্চিত করেছেন যে, কোনো ধরনের ঝুঁকি এড়াতে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে গেরুয়া ফটকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বুধবার জানিয়েছিলেন, জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীও সতর্ক অবস্থায় থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীও ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে দায়িত্ব পালন করবে।

এই নির্বাচনে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন এবং স্বতন্ত্র প্যানেলগুলো উল্লেখযোগ্য। নির্বাচন পরিচালনার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োজিত রয়েছেন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।

জাহাঙ্গীরনগরের ইতিহাসে এটি ১০ম জাকসু নির্বাচন, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।