বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ডোপটেস্টের ফল প্রকাশ না হওয়ায় জাবি ছাত্র সংসদের ভিপি প্রার্থীর ক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:০৯ পিএম

ডোপটেস্টের ফল প্রকাশ না হওয়ায় জাবি ছাত্র সংসদের ভিপি প্রার্থীর ক্ষোভ

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ডোপটেস্টের ফল প্রকাশ না হওয়া এবং ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’র ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ডোপটেস্টে অংশ না নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এবং এর ফলাফলও গোপন রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হল কেন্দ্রের সামনে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আদিব এই মন্তব্য করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবির মুখে জাকসু নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য ডোপটেস্টের (মাদকাসক্ত পরীক্ষা) আয়োজন করেছিল। কমিশন থেকে জানানো হয়েছিল, যারা এই পরীক্ষায় অংশ নেবে না, তাদের প্রার্থিতা বাতিল করা হবে। কিন্তু বাস্তবে এমনটা হয়নি।”

আদিবের দাবি, অনেক প্রার্থীই ডোপটেস্টে অংশগ্রহণ করেননি, কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা তাদের তালিকাও প্রকাশ করেনি। এমনকি যারা পরীক্ষায় অংশ নিয়েছে, সেই ফলাফলও কমিশন প্রকাশ করেনি।

নির্বাচনের দিন সকালে ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের আনাগোনা নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন বলেছিল, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। কিন্তু এখনো অনেক সাবেক শিক্ষার্থীর আনাগোনা চোখে পড়ছে। আমরা এ বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করছি এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

আরিফুল্লাহ আদিব বিশ্বাস করেন, যদি জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে তার প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি আরও বলেন, “নির্বাচনে একটি পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।”