মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

চবি-বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১০:৫১ পিএম

চবি-বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। আজ রবিবার (৩১ আগস্ট) রাত ৯টায় ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা "ছাত্রদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে", "ফ্যাসিস্টের দোসরেরা হুশিয়ার" ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্টের দোসররা সারাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো বিভেদ নেই। বাংলাদেশের কোনো জায়গায় ফ্যাসিস্টের আঁচড় পড়লে ছাত্রদল রুখে দাঁড়াবে।"

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "কিছু মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চেয়ে বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে। এর আগে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নুরুল হক নুরের ওপরও হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।"