সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৩৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১৩ নম্বর ছাত্রী হলে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৈশাখী বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও নারী শিক্ষার্থীদের হলগুলোতে প্রত্যাশিত আমেজ কম দেখা যাচ্ছে।” এর কারণ হিসেবে তিনি ভোটারদের আইডি কার্ডের মেয়াদ বাড়ানো ও নবায়ন করাসহ নানা ধরনের জটিলতার কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি ভোট দিতে আসার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখন অবধি পরিস্থিতি স্বাভাবিক আছে।” তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যালট বাক্স ছিনতাইয়ের খবরকে গুজব বলে অভিহিত করেন।
ভোটারদের মধ্যে ভোট কারচুপির আশঙ্কা প্রসঙ্গে বৈশাখী বলেন, “শিক্ষার্থীদের দাবি ছিল, একটি নির্দিষ্ট দলের কোম্পানি থেকে ভোট গণনার মেশিন কেনা হয়েছে, যার ওপর তারা আস্থা রাখতে পারছে না।” তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলে তারা ভোট গণনা অ্যানালগ বা ম্যানুয়াল পদ্ধতিতে করার সিদ্ধান্ত নেয়।
তবে তিনি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ভোট দেওয়ার সময় দেখতে সমস্যা হওয়ার অভিযোগ করেন এবং বলেন, বিদ্যুৎ বিভ্রাট হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে ভাবেনি।