সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৫৯ পিএম
হাইকোর্টের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করছেন। এ ঘটনায় ক্যাম্পাসে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা "হাইকোর্ট না ডাকসু", "ডাকসু, ডাকসু"; "ডাকসু নিয়ে প্রহসন চলবে না" ইত্যাদি স্লোগান দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্টের এই রিটের বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা ইতোমধ্যে আদালতে গেছেন
অন্যদিকে, নির্বাচন স্থগিতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবী শিশির মনির। ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা ছিল।
বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমের করা এক রিটের পরিপ্রেক্ষিতেই আদালত এই স্থগিতাদেশ দিয়েছেন। রিটে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালত একই সাথে এস এম ফরহাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন।