আগস্ট ৩১, ২০২৫, ১১:৫৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রদলের নেতারা এই তিন দফা দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান যে তিন দফা দাবি তুলে ধরেছেন তা হলো:
-
শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
-
নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ।
-
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। রাতভর সংঘর্ষে কয়েকশ শিক্ষার্থী আহত হয়। পরের দিন সকালেও হামলা হলে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিওতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে গ্রামবাসীকে উসকানি দিতে দেখা যায়। তিনি ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের শাস্তি না হলে বিশ্ববিদ্যালয় ঘেরাও ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধের হুমকি দেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, আরেক বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষকে ধৈর্য ধারণ করে সহিংসতা এড়িয়ে চলার অনুরোধ জানান।